বিশ্বকাপে বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার ব্যাপারে মুখ খুললেন সুজন

চলতি বছরের মে মাসে ইংল্যান্ডে পর্দা উঠতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের। আগামী ৩০ মে স্বাগতিক ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে পর্দা উঠছে এবারের বিশ্বকাপের। আর আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে আগামী ১৮ই এপ্রিল বাংলাদেশ চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে বলেই জানা গেছে।

তবে এর আগে বাংলাদেশ দলের ভাবনার বিষয় হচ্ছে ম্যানেজার। ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশ দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। এবারের বিশ্বকাপেও কি তাকে দেখা যাবে? ক্রিকেট পাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছে অভিমান করেই নাকি আর জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব নিতে চাচ্ছেন না সুজন।

অবশ্য এ প্রসঙ্গে মুখ খুলেছেন সুজন নিজেই। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মান অভিমানের ব্যাপার না। এটা তো একটা প্রফেশন। আমার জন্য একটা জব। সাড়ে চার বছরের মত আমি ন্যাশনাল টিমের ম্যানেজার ছিলাম। কিন্তু আমার ব্যক্তিগত কিছু সমস্যা আছে, যা আগে ছিল না। এই সমস্যা না থাকলে আমি যাবো।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ টিমকে সার্ভ করা অনেক বড় ব্যাপার, সম্মানের ব্যাপার। সুযোগ হলে আমি নিজেই বলবো আমি দায়িত্ব পালন করতে চাই। এটি বলার কিছুই নেই। তবে মান অভিমানেরও কিছু নেই।’