বিশ্বকাপে বাংলাদেশ দলের নেগেটিভ দিকগুলো তুলে ধরেছেন রমিজ রাজা

আগামী ৩০ মে স্বাগতিক ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে পর্দা উঠতে যাচ্ছে এবারের ওয়ানডে বিশ্বকাপের। আর আসন্ন এই বিশ্বকাপকে সামনে রেখে এরই মধ্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ।

এদিকে আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ দলের নেগেটিভ দিকগুলো তুলে ধরেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও বর্তমান সময়ের জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজা।

তিনি বলেন, ‘বাংলাদেশ দলের নেগেটিভ সাইড বলতে এটা যে, দলটি আন্তর্জাতিক কোন ট্রফি এখনো জেতেনি। বড় কোন টুর্নামেন্টের সাত সেমিফাইনাল ও ফাইনাল খেলে ফেললেও ট্রফি জেতাটা অধরাই রয়ে গেছে তাদের। তো আপনি যখন বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে খেলবেন তখন যত টুর্নামেন্টের শেষ ভাগে আসবেন, ততো এই বড় টুর্নামেন্ট না জেতার অভিজ্ঞতা আপনাকে ভোগাবে। এটা একটা নেগেটিভ দিক বাংলাদেশ দলের।’

তিনি আরো বলেন, ‘ধীরে ধীরে ট্রফির দিকে পৌছাচ্ছে বাংলাদেশ দল। এশিয়া কাপে ভারতের পরে সবচেয়ে দারুণ ছিলো বাংলাদেশ, ভারতের কাছে ফাইনালে হেরেছিল। নিদাহাস ট্রফিতেও ভারতের সঙ্গে ক্লোজ ম্যাচে হেরেছিলো। ট্রফি জেতার পথেই আছে তারা, কিন্তু এখনো ট্রফি জেতা হয়নি যেটা বিশ্বকাপে একটা নেতিবাচক দিক হিসাবে থাকবে দলটির জন্য।’