বিশ্বকাপে বাংলাদেশ যাদের বিপক্ষে জিততে পারে তাদের নাম জানালেন আশরাফুল

আগামী ৩০ মে ইংল্যান্ডে পর্দা উঠতে যাচ্ছে এবারের ওয়ানডে বিশ্বকাপের। আসন্ন বিশ্বকাপে অংশ নিচ্ছে দশটি দল। সব দলই একে অপরের বিপক্ষে মাঠে নামবে। সেই ধারাবাহিকতায় নয়টি ম্যাচ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপের জন্য এরই মধ্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ।

বিশ্বকাপে সেমিফাইনাল নিশ্চিত করতে চাইলে ৯ ম্যাচের মধ্যে কমপক্ষে ৫টি ম্যাচ জিততে হবে বাংলাদেশ দলকে। এদিকে আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ কাদের বিপক্ষে জিততে পারবে এ নিয়ে কথা বলেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

এ প্রসঙ্গে আশরাফুল বলেন, ‘বিশ্বকাপে যদি সেমিফাইনাল খেলতে হয় তাহলে সবাই আমরা ধরে নিচ্ছি যে শ্রীলঙ্কা, আফগানিস্তান, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজকে হারাতেই হবে। এরপর নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকা থেকে একটা টিমের বিপক্ষে হয়তো বা আমাদের জিততে হবে। সব গুলো টিমের সাথেই আমাদের জেতা সম্ভব। কিন্তু কন্ডিশন অনুযায়ী একটু টাফ হবে।’

তিনি আরো বলেন, ‘আমরা আগে ৩০০ করিনি। কিন্তু আমাদের সামর্থ্য আছে। তামিম, সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ অনেক অভিজ্ঞ। তামিম লাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে অসাধারণ খেলেছে, মুশফিকও দারুণ খেলেছে। লাস্ট বিশ্বকাপে মাহমুদুল্লাহ অসাধারণ খেলেছে। এদের সঙ্গে লিটন, সাব্বির, সৌম্য ওরাও আসছে। যে ধরনের উইকেট থাকবে, আমার মনে হয় ৩০০ করা সম্ভব। প্রতি ম্যাচেই সম্ভব, তবে কিছু দলের সাথে কঠিন হবে। তবে বেশিরভাগ টিমের সাথে সম্ভব।’