‘বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ যুদ্ধের চেয়ে কম কিছু নয়’

গেল ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপুরায় সেনা বহরে সন্ত্রাসবাদী হামলায় ভারতের প্রায় ৪৪ জন সেনা নিহত হয়। এরপর পাকিস্তানের বিপক্ষে আসন্ন বিশ্বকাপে ম্যাচ বয়কটের ঘোষণা দেন সাবেক ভারতীয় ক্রিকেটাররা।

তবে এবার সেই বিতর্ক নতুন করে উস্কে দিলেন ভারতীয় ওপেনার বীরেন্দ্র শেবাগ। বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ভারতের ম্যাচটি যুদ্ধের চেয়ে কম নয় বলেই মনে করেন তিনি। সেই সঙ্গে এই যুদ্ধে জয় চান শেবাগ।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখানে দুইটা দিক আছে যে আমরা পাকিস্তানের বিপক্ষে যুদ্ধে নামবো (ম্যাচ খেলা) নাকি নামবো না। তবে দেশের জন্য যেটা ভালো সেটাই করবো আমরা। যখন ভারত-পাকিস্তানের ম্যাচ হয়, সেটা যুদ্ধের থেকে কম কিছু নয়। সেটাও আমাদের জেতা উচিত, হারা যাবে না।’

উল্লেখ্য, আগামী ১৬ই জুন বিশ্বকাপে একে অপরের মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।