বিশ্বকাপে যার পারফরম্যান্স দেখার অপেক্ষা করছেন শচীন

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে ক্রিকেট বিশ্বকাপের ১২তম আসর শুরু হবে। এরই মধ্যে অংশগ্রণকারী ১০টি দল চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। সর্বশেষ গত ২৪ এপ্রিল উইন্ডিজের ১৫ সদস্যের দল ঘোষণার মাধ্যমে শেষ হল আসন্ন বিশ্বকাপে অংশগ্রহণকারী ১০ দলের স্কোয়াড ঘোষণা।

আর বিশ্বকাপের ক্রিকেটের সর্বোচ্চ আসরে আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খানের পারফরম্যান্স দেখার অপেক্ষায় প্রহর গুনছেন ভারতের সাবেক ক্রিকেটার শচীন টেন্ডুলকার।

তিনি সম্প্রতি আফগান স্পিন জাদুকরের এক টুইটের জবাবে এমন ইচ্ছা পোষণ করেছেন।

আফগান স্পিন জাদুকর গত ২৪ এপ্রিল শচীনের ৪৬তম জন্মদিনে টুইটের মাধ্যমে শুভেচ্ছা জানান। টুইট বার্তায় তিনি লেখেন, জন্মদিনে বিশেষ মানুষ শচীন স্যারকে শুভেচ্ছা। আপনি আমাদের অনুপ্রাণিত করেন। আপনার সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে আছি।

আর রশিদের টুইটের জবাব দিয়েছেন শচীন। তিনি বলেন, শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ। আইপিএলে আমি তোমার পারফরম্যান্স দেখছি। আর বিশ্বকাপে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।

রশিদ খান চলমান আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১০টি ম্যাচেই খেলেছেন। এতে ১০টি উইকেট নিয়েছেন। বিশ্বকাপে ২০ বছর বয়সী ডানহাতি স্পিনার কেমন করেন, এখন সেটাই দেখার বিষয়। আর সেই অক্ষায় আছেন শচীন।