বিশ্বকাপ দলে ওর নাম না দেখে আমি খুবই অবাক হয়েছি : পন্টিং

গত ১৫ এপ্রিল আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করে ভারত। সেই দলে জায়গা পাননি আম্বাতি রাইডু ও ঋষভ পন্থ। আর ভারতের বিশ্বকাপ দলে তাদেরকে জায়গা না দেওয়ায় কম বিতর্ক হয়নি।

কেননা তারা বিশ্বকাপ স্কোয়াডে থাকবে সেটা অনেকেই ধরেই নিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত জায়গা হয়নি তাদের। তবে বিশ্বকাপের স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে তাদের। এদিকে পন্থ বিশ্বকাপ দলে জায়গা না পাওয়ায় বেশ অবাক হয়েছিলেন তারই আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং।

তিনি বলেন, ‘ওর নাম না দেখে আমি খুবই অবাক হয়েছি। আমার খুব জোরালো ভাবেই মনে হয়েছিল, ঋষভ বিশ্বকাপের দলে থাকবে। এমনকি, ও প্রথম একাদশে থাকবে বলেও বিশ্বাস ছিল।’

তিনি আরো বলেন, ‘চার বা পাঁচ নম্বরে ব্যাট করলে অন্য দলের সঙ্গে ভারতের তফাত গড়ে দেওয়ার মতো ক্ষমতা ছিল ওর।’