বিশ্বকাপ দলে পন্থ জায়গা না পাওয়ায় মুখ খুললেন গাভাস্কার

চলতি বছরের মে মাসে ইংল্যান্ডে পর্দা উঠতে যাচ্ছে এবারের ওয়ানডে বিশ্বকাপের। আগামী ৩০ মে স্বাগতিক ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের। আর আসন্ন বিশ্বকাপকে সামনে আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত।

সেই দলে জায়গা পাননি তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে আছেন পন্থ। কিন্তু এরপরেও ভারতের বিশ্বকাপ দলে জায়গা পাননি তিনি। ভারতের বিশ্বকাপ দল থেকে পন্থ বাদ পড়ায় বেশ অবাক হয়েছেন সাবেক ভারতীয় অধিনায়ক সুনীল গাভাস্কার।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সে অনেক দুর্দান্ত খেলে। কেবলমাত্র আইপিএলেই নয়, আগেও সে এমন ব্যাটিং করেছে। ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটরক্ষক হিসেবেও সে দারুণ। সে দলের সেরা ছয়ে ভালো বিকল্প হতে পারত। যা কিনা বোলারদের বিপক্ষে দারুণ কাজে দিত।’