বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পেয়েও সুখবর পেলেন আমির

আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে আজ ১৮ এপ্রিল বৃহস্পতিবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলটির নেতৃত্বে আছেন সরফরাজ আহমেদ। এছাড়াও দলে চমক হিসেবে জায়গা পেয়েছেন তরুণ দুই পেসার শাহেন শাহ আফ্রিদি ও মোহাম্মদ হাসনাইন।

কিন্তু দলে জায়গা পাননি তারকা পেসার মোহাম্মদ আমির। এছাড়াও বাদ পড়েছেন উসমান শেনওয়ারি, আসিফ আলি। অন্যদিকে মোহাম্মদ রিজওয়ানের জায়গা হয়নি পাকিস্তানের বিশ্বকাপ দলে।

তবে আমির ও আসিফ আছেন স্ট্যান্ড বাই ক্রিকেটার হিসেবে। আগামী ৩১ মে উইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশনে নামবে পাকিস্তান।

পাকিস্তানের ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড: সরফরাজ আহমেদ (অধিনায়ক), বাবর আজম, আবিদ আলি, ইমাদ ওয়াসিম, হাসান আলি, ফাহিম আশরাফ, ফখর জামান, ইমাম উল হক, শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, শাহেন শাহ আফ্রিদি, জুনায়েদ খান, মোহাম্মদ শাদাব, হারিস সোহেল।

স্ট্যান্ড বাই: আসিফ আলি, মোহাম্মদ আমির।