বিসিবিকে এখন থেকেই এই ব্যাপারে ভাবতে হবে : গর্ডন গ্রিনিজ

বাংলাদেশ ক্রিকেট দলের উন্নতির পিছনে সবচেয়ে বড় অবদান পঞ্চপান্ডবের। আর তারা হলেন- মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু তাদের বিদায়ের পর বাংলাদেশ দলের হাল কে ধরবে?

এ নিয়ে এখন থেকেই ভাবার প্রয়োজন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। এমনকি এই ব্যাপারেই বিসিবিকে ভাববে বলেছেন বাংলাদেশ দলের সাবেক কোচ গর্ডন গ্রিনিজ।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দেখুন, প্রত্যেক ক্রিকেট খেলুড়ে দেশেরই দারুণ খেলতে থাকা একটা প্রজন্মের বিদায়ের পর গুছিয়ে উঠতে বেগ পেতে হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি আমার পরামর্শ থাকবে, এটা নিয়ে এখন থেকেই ভাবুন। শূন্যস্থান পূরণে পাইপলাইনে পর্যাপ্ত খেলোয়াড়ের উপস্থিতি নিশ্চিত করতে হবে।’