ব্যাট হাতে ঝড় তুলে ফিরলেন লিটন

চলছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) খেলা। আজ লিগের নবম রাউন্ডে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেছেন লিটন দাস। তিনি খেলেছেন ৮৯ বলে ৮৪ রানের ঝলমলে এক ইনিংস।

এর আগে টসে হেরে আগে ব্যাট করতে লিটনের দল মোহামেডান। আসরে নিজের দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে ইরফান শুরুকের সাথে ১০১ রান তোলেন। ইরফান ৬৬ বলে ৫০ রান করে ফিরে যান সাজঘরে।

এদিকে দ্বিতীয় উইকেটে অভিষেক মিত্রকে নিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের ১৬তম হাফসেঞ্চুরি পূরণ করেন লিটন। হাফ সেঞ্চুরির পর আত্বাবিশ্বাসী ব্যাটিং করতে থাকেন তিনি।

কিন্তু ইনিংসের ৩১তম ওভারে তাকে থামান টিপু সুলতান। উইকেট ছেড়ে বেরিয়ে খেলতে গিয়ে স্টাম্পিংয়ের ফাঁদে ধরা পড়েন লিটন। ৯১ বল তার ৮৪ রানের ইনিংটিতে ৯টি চার ও ১ ছক্কায় সাজানো ছিল।

এদিকে লিটনের সেঞ্চুরি মিস করা ম্যাচে মোহামেডান ৪৯.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৩২৪ রানের বড় স্কোর গড়েছে। এই ম্যাচে সোহাগ গাজী ২২ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংস খেলেছেন। এছাড়া রাকিবুল হাসান ৭৪ এবং অভিষেক মিত্র ৫০ রানের ইনিংস খেলেন।