ব্যালট পেপারে সিল না দিয়ে খালেদা জিয়ার মুক্তি দাবি!

আজ রোববার অনুষ্ঠিত হলো পঞ্চম উপজেলা নির্বাচনের ৪র্থ ধাপের ভোটগ্রহণ। সকাল ৮টা থেকে ভাটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। শান্তিপূর্ণ এ ভোটগ্রহণ চললেও ভোটার উপস্থিতি খুব কম। এদিন নারায়ণগঞ্জের সোনারগাঁয়, রূপগঞ্জ, আড়াইহাজার উপজেলার অনেক কেন্দ্রে ব্যালট পেপারে সিল না দিয়ে নীরব প্রতিবাদ জানাচ্ছেন ভোটাররা।

এরই মধ্যে এ ধরনের ব্যালট পেপার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে। অনেকেই কোনো কোনো ভোটার ব্যালট পেপারে লিখেছেন ‘খালেদা জিয়ার মুক্তি চাই’, ‘খালেদা জিয়া জেলে কেনো জবাব চাই’। অনেকে বলেছেন, এটা ভোটারদের নীরব প্রতিবাদ।

বিষয়টি নিয়ে সোনারগাঁও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: জসিম উদ্দিন বলেন, ‘এ ধরনের ঘটনা আমার জানা নেই। যদি এমন ঘটে থাকে তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেবেন।’

এদিকে, ভোটার উপস্থিতি কম কেন, এমন প্রশ্নে প্রিজাইডিং অফিসাররা জানিয়েছেন, মাত্র ভোট শুরু হলো আস্তে আস্তে লোক আসবে।

দেখা গেছে, কয়েকটি ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে সহকারী প্রিজাউডিং অফিসার, পোলিং অফিসাররা বসে বসে অলস সময় পার করছেন। ভোটার কম বিধায় তাদেরও চাপ কম। তাই বুথে বসে খোশগল্পে মজেছেন।