ভারতের বিশ্বকাপ দলে রাইডু-পন্থ!

গত ১৫ এপ্রিল আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করে ভারত। সেই দলে জায়গা পাননি আম্বাতি রাইডু ও ঋষভ পন্থ। আর ভারতের বিশ্বকাপ দলে তাদেরকে জায়গা না দেওয়ায় কম বিতর্ক হয়নি।

কেননা তারা বিশ্বকাপ স্কোয়াডে থাকবে সেটা অনেকেই ধরেই নিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত জায়গা হয়নি তাদের। তবে বিশ্বকাপের স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে তাদের। চোট, শারীরিক ফিটনেসের অভাব, মানসিক ক্লান্তি বা বিষণ্ণতায় কোনো ক্রিকেটার খেলতে না পারলে তারা সুযোগ পাবেন।

রাইডু-পন্থের পাশাপাশি নভদীপ সাইনিকেও স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে। এ প্রসঙ্গে বিসিসিআইয়ের এক শীর্ষ কর্মকর্তা বলেন, ‘আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির মতোই বিশ্বকাপ দলে তিন জন স্ট্যান্ডবাই রয়েছেন। ঋষভ পন্থ ও আম্বতি রাইডু প্রথম দুই স্ট্যান্ডবাই আর নভদীপ সাইনি রয়েছেন বোলারদের স্যান্ডবাই হিসেবে। সুতরাং কেউ চোট পেলেই এদের তিনজনের কাউকে খেলানো হবে।’