ভারত বিশ্বকাপ কখনোই জিতবে না

আগামী ৩০ মে শুরু হতে যাচ্ছে এবারের বিশ্বকাপের আসর। ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় আসরটি বসবে ইংল্যান্ডের মাটিতে। আর এই বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হবেনা বলেই জানিয়ে দিয়েছে ভারতের এক জ্যোতিষী।

এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি শিরোপার দাবীদার হিসেবে ঘুড়ে ফিরে ভারত ও ইংল্যান্ডের নামই আসছে। কিন্তু এই ভারতেরই সম্ভাবনা দেখছেনা ভারতেরই বিখ্যাত জ্যোতিষী গ্রিনস্টোন লবো।

ভারতে জ্যোতিষ বিদ্যার বেশ প্রসার। এগুলো বিশ্বাস করে তারা। আর সেখানেই এবার যেন প্রথম ধাক্কাটা খেল ভারত।

এই জ্যোতিষীর মতে, ভারত এবার বিশ্বকাপ জিতবে না। অধিনায়ক কোহলির জন্ম ১৯৮৬, ১৯৮৭ বা ১৯৮৮ এর মাঝে। কিন্তু আমরা বিশ্বকাপ জিততে পারবোনা ধোনির কারণে। সে থাকাতেই বিশ্বকাপ জিতবে না ভারত।

শুধু ধোনি বা কোহলি নয়, ভারতের বিশ্বকাপ না জেতার পেছনে কারণ হিসেবে আছে রবি শাস্ত্রীও। তার মতে, রবির ভাগ্য ভালো। সে অনেক কিছুই জিতে নিয়েছে। তবে বিশ্বকাপ জয়ের জন্য যা থাকা দরকার তা রবির নেই।