ভোটে জিততেই কাশ্মীরে হামলা করিয়েছেন মোদি: কংগ্রেস নেতা

কংগ্রেস নেতা ও মিজোরামের প্রাক্তন রাজ্যপাল আজিজ কুরেশি জানিয়েছেন, গত ১১ এপ্রিল ভারতে শুরু হয়েছে লোকসভা নির্বাচন। আর এই নির্বাচনের সামনে রেখে পরিকল্পনা করেই পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ের ওপরে হামলা করিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিনি বলেন, পরিকল্পনা করেই পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ের ওপরে হামলা করিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উদ্দেশ্য লোকসভা নির্বাচনে ফের জেতা।

আজিজ কুরেশি প্রশ্ন তোলে বলেন, কীভাবে একটি বিস্ফোরকভর্তি গাড়ি কনভয়ে ঢুকে গেল। প্রধানমন্ত্রী যদি মনে করেন ৪০ জওয়ানের মৃত্যুর বিনিময়ে তিনি ফের ক্ষমতায় আসবেন তাহলে তাকে কড়া জবাব দেবে দেশের মানুষ।

এর আগে কংগ্রেস নেতা বি কে হরিপ্রসাদ প্রায় একই ধরনের মন্তব্য করেছিলেন। তিনি পুলওয়ামা হামলাকে মোদি ও পাকিস্তানের মধ্যে ম্যাচ ফিক্সিং বলে উল্লেখ করেছিলেন। গোটা ব্যাপারটাই একটা ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন এই নেতারা।