ভোটারদের কেন্দ্রে আনার দায়িত্ব প্রার্থীদের: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে কেন্দ্রে যেতে পারেন সে লক্ষ্যে আইনশৃংখলা বাহিনী তৎপর রয়েছে। ভোটের পরিবেশ আমরা তৈরি করেছি, ভোটারদের কেন্দ্রে আনার দায়িত্ব প্রার্থীদের।

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ সার্কিট হাউসে সিটি নির্বাচন নিয়ে আইনশৃংখলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনও সুষ্ঠু হবে।

সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার এ এইচ এম লোকমান, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, বিজিবির সেক্টর কমান্ডার আনিছুর রহমান, র‍্যাব-১৪’র অধিনায়ক এফতেখার উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, আগামী ৫ মে ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে ভোট গ্রহণ করা হবে। মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী ইকরামুল হক টিটু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে শুধু কাউন্সিলর পদে ভোট গ্রহণ করা হবে।