ভোট গণনার সময় ২৭২ কর্মকর্তার মৃত্যু

সদ্য সমাপ্ত ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট নিবার্চনের দায়িত্ব পালন করতে গিয়ে অতিরিক্ত কাজের চাপে অন্তত ২৭২ নির্বাচনী কর্মকর্তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জানা যায়, নিহতদের বেশিরভাগই ভোটগ্রহণ শেষে বিপুল সংখ্যক ব্যালট পেপার হাতে গণনার সময় অবসাদগ্রস্ত হয়ে কিংবা অতিরিক্ত কাজের চাপে শারীরিকভাবে অসুস্থ হয়ে মারা গেছেন।

গত ১৭ এপ্রিল বুধবার অনুষ্ঠিত ওই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন ইন্দোনেশিয়ার প্রায় ২৬ কোটি ভোটার।

এদিকে প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি একইসঙ্গে অনুষ্ঠিত হয় আঞ্চলিক নির্বাচন। এতে, ভোট গণনার কাজ পরিচালনা করতে অতিরিক্ত কর্মঘন্টা দায়িত্ব পালন করেন হাজার হাজার নির্বাচন কর্মী।

আর এ কারণেই অবসাদগ্রস্ত হয়ে প্রায় ২ হাজার নির্বাচন কর্মকর্তা অসুস্থ হয়ে পড়েন বলে জানায় দেশটির নির্বাচন কমিশন।

এদিকে ইন্দোনেশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় অসুস্থ কর্মকর্তাদের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করতে নির্দেশনা জারি করেছে।