মাইক্রোসফট থেকে পদত্যাগ করলেন সোনিয়া

প্রায় পাঁচ বছর ধরে দায়িত্ব পালনের পর মাইক্রোসফট থেকে পদত্যাগ করেছেন সোনিয়া বশির কবির। বাংলাদেশ, মিয়ানমার, নেপাল, ভুটান ও লাওসের দায়িত্ব থেকে তিনি পদত্যাগ করেন। ফলে তিনি মাইক্রোসফটের হয়ে আনুষ্ঠানিকভাবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত কাজ করবেন।

মঙ্গলবার (৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আপাতত সোনিয়া বশির কবির অন্য কোনো আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হচ্ছেন না। নিজের প্রতিষ্ঠান ও দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলে ‘অ্যাঞ্জেল ইনভেসটর’ হিসেবে বিনিয়োগ করা বিভিন্ন স্টার্টআপগুলোতেই বেশি সময় দেবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আন্তর্জাতিক বিনিয়োগকারী প্রতিষ্ঠানের সহায়তায় একটি নতুন প্রযুক্তি প্রতিষ্ঠান চালু করতে পারেন। মাইক্রোসফটে কাজ করার পাশাপাশি সোনিয়া বশির কবির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা পর্ষদের সঙ্গেও জড়িত। গ্রামীণ জনগোষ্ঠীকে প্রযুক্তি সক্ষম করার উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেছেন টেক হাবস।