মাঝপথেই তারকা ক্রিকেটারকে হারাচ্ছে কোহলির ব্যাঙ্গালুরু

চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দ্বাদশ আসরের খেলা। এদিকে বরাবরের ন্যায় এবারও দল সাজিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু। কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হয়নি। বলতে গেলে অতীতের চেয়ে আরও খারাপ অবস্থা কোহলিদের।

এদিকে টানা ছয় ম্যাচ হারের পর অবশেষে জয়ে ফিরেছে ব্যাঙ্গালুরু। সৌজন্যে ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলী। টানা দুই জয়ে আত্নবিশ্বাস ফিরেছে ডি ভিলিয়ার্সদের। ঠিক এমন সময় দেশে ফিরছেন মঈন আলী। যা কোহলির শিবিরে বড় ধরনের দুঃসংবাদই বটে।

আইপিএলের মাঝপথেই দেশে ফিরে যেতে হচ্ছে। এমনটা বেঙ্গালুরুর সমর্থকদের কাছে কষ্টের। মাঝ পথে ফেরাটা খারাপ লাগছে ইংরেজ ক্রিকেটার মঈন আলীরও। কিন্তু করার তো কিছু নেই। বিশ্বকাপের শিবিরে যোগ দিতে হবে।

সম্ভবত আজ বুধবার ২৪ এপ্রিল চিন্নাস্বামীতে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে খেলেই দেশে ফিরে যাবেন মঈন। তার আগে সাংবাদিক সম্মেলনে বলে গেলেন, ‘‌আমি পাঞ্জাব ম্যাচটা খেলব। তারপরেও গ্রুপ লিগে তিনটে ম্যাচ বাকি থাকবে। যা দলের কাছে গুরুত্বপূর্ণ। অন্তত হাতে ৬–৭ টা ম্যাচ থাকলে ভাল হত।’

বর্তমানে ১০ ম্যাচে ৬ পয়েন্ট রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গাললুরুর। বাকি চার ম্যাচ জিতলে প্লে–অফে যাওয়ার সম্ভাবনা থাকবে আরসিবির। তবে বাকি দলগুলোর পয়েন্ট নষ্টের দিকেও তাকিয়ে থাকতে হবে।

এ সময় মঈন বলছিলেন, ‘‌কয়েকটা ম্যাচে উপরের দিকে ব্যাট করতে এসেছি। দলের প্রয়োজন অনুযায়ী খেলার চেষ্টা করেছি। যতক্ষণ না দল জিতছে। ততক্ষণ নিজের কাজ শেষ হয় না। এটাই আমি বিশ্বাস করি।’

এদিকে ডেল স্টেন যোগ দেওয়ায় আরসিবির বোলিং শক্তিশালী হয়েছে। মঈন বলেন, ‘‌পাওয়ার প্লে–তে আমরা উইকেট পাচ্ছিলাম না। কিন্তু স্টেন আসার পর পরিস্থিতি বদলেছে। পাওয়ার প্লে–তে চার উইকেট পেয়ে গেলে ম্যাচ জয়ের সম্ভাবনা অনেক বেড়ে যায়।’