মাঠে নেমেই ইনজুরির কবলে মিরাজ

চলতি ঢাকা প্রিমিয়ার লিগে আজ রবিবার মাঠে নেমেছিল আবাহনী লিমিটেড ও লিজেন্ড অফ রুপগঞ্জ। আর সেই ম্যাচে ফিল্ডিং করার সময় আঙুলে চোট পেয়েছেন আবাহনীর অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।

মূলত ইনিংসের ২৬তম ওভারে এই ঘটনা ঘটে। আঙুলে চোট পাওয়ার পরপরই মাঠ ছাড়তে বাধ্য হন মিরাজ। এরপর মাঠের বাইরে গিয়ে চোট পাওয়া আঙুলে বরফ লাগাতে দেখা যায় তাকে।

তবে আশঙ্কার কিছু নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশিষ চৌধুরী মিরাজের আঙুলের চোট নিয়ে বলেন, ‘মিরাজের আঙুলে আমরা বেন্ডেজ করে দিয়েছি। মনে হয় না খুব বেশি সমস্যা হবে। আপাতত এক্সরে করার দরকার হচ্ছে না। তাকে আমরা একদিনের বিশ্রাম দিয়েছি।’