মাদারগঞ্জ পৌরসভা ‘ক’ শ্রেণিতে উন্নীত

মেহেদী হাসান, জামালপুর প্রতিনিধিঃ মাদারগঞ্জ পৌরসভা ‘খ’ শ্রেণি থেকে ‘ক’ শ্রেণিতে উন্নীত হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, স্থানীয় সরকার বিভাগের ২৩-০৪-২০১৯ তারিখ ৮১১ নং পরিপত্র অনুযায়ী পৌরসভাটিকে ‘ক’ শ্রেণিতে উন্নীত হয়।

২১ডিসেম্বর ১৯৯৯ উপজেলা (৪.১৭ বর্গমাইল) এলাকা নিয়ে ‘গ’ শ্রেণির পৌরসভা হিসেবে যাত্রা শুরু করে মাদারগঞ্জ। ২০১১ সালে ‘খ’ শ্রেণির পৌরসভা হিসেবে স্বীকৃতি পায়। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মাদারগঞ্জ পৌরসভা মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির।

এছাড়াও শুভেচ্ছা জানিয়েছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি, সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এমপি এবং সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি’র সহযোগিতায় মাদারগঞ্জ পৌরসভা ‘ক’ শ্রেণীতে উন্নীত হয়। এজন্য পৌরসভার সকল কমর্কতা/কমর্চারী ও এলাকাবাসী তার কাছে কৃতজ্ঞ।