মাশরাফির অনন্য কীর্তি

আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে আজ মঙ্গলবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন মাশরাফি। এবারের ইংল্যান্ড বিশ্বকাপেও বাংলাদেশের অধিনায়কত্ব পালন করবেন মাশরাফি।

এরই ফলে অনন্য এক কীর্তি গড়েছেন মাশরাফি। দ্বিতীয়বারের মত বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবেন তিনি। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়ছেন মাশরাফি।

১৯৯৯ সালে বাংলাদেশের প্রথম বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল। ২০০৩ বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন খালেদ মাসুদ পাইলট। ২০০৭ সালে বিশ্বকাপে হাবিবুল হক বাশারের কাঁধে উঠেছিল বাংলাদেশের নেতৃত্ব।

২০১১ সালে দেশের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছিলেন সাকিব আল হাসান। এরপর ২০১৫ সালে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেন মাশরাফি। আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপেও বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবেন তিনি।