মাশরাফির সেই কান্না এখন তাসকিনের চোখে

আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে আজ মঙ্গলবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর সেই বিশ্বকাপ দলে জায়গা পাননি পেসার তাসকিন আহমেদ। বিপিএলে দুর্দান্ত পারফর্ম করেও বিশ্বকাপ দলে জায়গা পাননি তিনি।

যদিও এখন ইনজুরিমুক্ত আছেন তাসকিন। কিন্তু ইনজুরির অযুহাত দেখিয়েই তাকে বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। আর দল থেকে বাদ পড়ে কান্নায় ভেঙ্গে পড়েন তাসকিন। এমনই এক ঘটনা ঘটেছিল মাশরাফি বিন মর্তুজার সঙ্গে।

ঘরের মাঠে ২০১১ বিশ্বকাপে জায়গা পায়নি মাশরাফি। সাকিবকে অধিনায়ক ও তামিমকে সহ-অধিনায়ক করে দল ঘোষণা করে বিসিবি। সেবার ইনজুরির অযুহাত দেখিয়েই মাশরাফিকে বিশ্বকাপের দলে জায়গা দেওয়া হয়নি। দলে জায়গা না পাওয়ার ঘটনাকে দুর্ঘটনা বলেছিলেন মাশরাফি।

মাশরাফির মতো এবার দলে জায়গা না পেয়ে রীতিমত ভেঙে পড়েন তাসকিন। সেই সঙ্গে তিনি বলেন, ‘সবাই তো ভালো চায়, সামনে আরও সুযোগ আছে। আমি আমার চেষ্টা চালিয়ে যাবো। সুপার লিগ খেলবো (ঢাকা প্রিমিয়ার লিগ)। ভালো করে খেলার চেষ্টা করবো। সবাই দোয়া করবেন।’