মিরপুরে সাইফউদ্দিনের বোলিং তাণ্ডব

আসন্ন আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে সাইফউদ্দিনকে নিয়ে অনেক আশা বাংলাদেশ জাতীয় দলের। বল হাতে আগুন ঝরানোর পাশাপাশি ব্যাট হাতেও অল-রাউন্ডারের ভূমিকা পালন করবেন।

এদিকে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য ক্রিকেটের সর্বোচ্চ এই আসরে প্রথমবারের মতো খেলতে যাওয়ার আগেই ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে আছেন তরুণ পেস বোলিং অল-রাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। চলতি ঢাকা প্রিমিয়ার লিগে টানা পারফর্মেন্সের ধারাবাহিকতায় আজ ১৯ এপ্রিল শুক্রবার তুলে নিয়েছেন ৫ উইকেটে।

ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগে আজ আবাহনী লিমিটেডের হয়ে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৩২ রানে ৫ উইকেট নিয়েছেন সাইফউদ্দিন।

এদিকে সাইফউদ্দিনের পারফরম্যান্স তার দুর্দান্ত ফর্মের ধারাবাহিকতা। এক ম্যাচ আগে মিরপুরেই প্রাইম দোলেশ্বরের বিপক্ষে বিধ্বংসী এক স্পেলে ৯ রানে ৫ উইকেট নিয়েছেন।

সাইফউদ্দিনের আজকের পারফর্মেন্সের গুরুত্ব আছে আরও একটি জায়গায়। প্রাইম ব্যাংকের বিপক্ষে নতুন-পুরোনো দুই বলেই সফল হয়েছেন তিনি। ইনিংসের প্রথম বলেই এনামুল হককে এলবিডব্লিউ করেছেন। নিজের পরের ওভারের প্রথম বলে ফিরিয়েছেন প্রাইম ব্যাংকের আরেক ওপেনার রুবেল মিয়াকে।

এরপর শেষ দিকে ফিরে আরও ৩ উইকেট নিয়ে পূর্ণ করেছেন ৫ উইকেট। বিশ্বকাপ স্কোয়াডে থাকা অন্য ক্রিকেটারদের মধ্যে আবাহনীর হয়ে দুটি করে উইকেট নিয়েছেন মাশরাফি বিন মুর্তজা ও সৌম্য সরকার এবং মেহেদী মিরাজ নিয়েছেন ১টি উইকেট।