মুসলমানরা এক হলে ভারত ছেড়ে পালাবে বিজেপি: সিঁধু

চলতি ভারতে লোকসভা নির্বাচনের প্রচার-যুদ্ধ যত জমে উঠছে, ততই বিতর্কিত মন্তব্যের পাহাড় তৈরি হচ্ছে। এই ‘অসুখ’ থেকে বাদ পড়ছেন না কেউই। এবার এই পর্বতপ্রমাণ বিতর্কিত মন্তব্যের তালিকায় সংযোজন হল আর একটি নাম- তিনি নভজ্যোৎ সিং সিধু।

এদিকে ভারতীয় জনতা পার্টিকে পরাস্ত করতে মুসলিমদের আহ্বান করে সিধু বলেন, ‘মুসলিমরা একজোট হলেই বিজেপি পগার পার হয়ে যাবে। মুসলিমরা কংগ্রেসে ভোট দিলে বিশ্বের কোনও শক্তি তাদের হারাতে পারবে না, ভোট প্রচারে গিয়ে এমনই বার্তা দিলেন নভজ্যোৎ সিং সিধু।’

এ সময় বিহারের বলরামপুরে একটি জনসভায় সিধু বলেন, ‘সমস্ত মুসলিম একজোট হোন। বিজেপিকে একটি ভোটও নয়। ভোট দিন কংগ্রেসকে। তাহলেই বিজেপির বিদায় ঘণ্টা বেজে যাবে। মুসলিমরা একজোট হলে কংগ্রেসকে হারাতে পারবে না বিজেপি।’

সিধু বলেন, ‘বিহারে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। শতকরা ৬২ শতাংশ মুসলিম ভোটার। তাহলে ভাবনা কেন। আপনারা সবাই এক হলেই বিজেপির হার কে আটকায়। বিশ্বের কোনও শক্তিও বিজেপিকে জেতাতে পারবে না। তাই আপনারা এক হন, বিজেপিকে বিদায় দিন।’

এর আগে উত্তরপ্রদেশের দেওবন্দে এমনই এক মন্তব্য করে বসেন মায়াবতী। বিএসপি নেত্রী মুসলিমদের একত্রিত হতে বলেন বিজেপির বিরুদ্ধে। তারপরও কম বিতর্ক হয়নি। ফের সিধুর মন্তব্যে বিতর্কের ঝড় উঠেছে। উল্লেখ্য, সিধু কংগ্রেসের তারকা প্রচারকদের মধ্যে অন্যতম। তাঁর বিতর্কিত মন্তব্যে বিপাকে কংগ্রেসও।