‘মেসি কোনদিন ম্যারাডোনার সমান হতে পারবেনা’

লিওনেল মেসি নাকি ডিয়াগো ম্যারাডোনা? এই দুই তারকার মধ্যে কে সেরা? আর্জেন্টিনার এই দুই তারকার মধ্যে তুলনা প্রায় সময়ই চলে আসে। কারো মতে মেসি সেরা তো কারো মতে ম্যারাডোনা সেরা।

তবে সাবেক আর্জেন্টিনার তারকা হেক্টর এনরিক মনে করেন, মেসি কোনদিনই ম্যারাডোনার লেভেও পৌছতে পারবে না।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মেসি, দুর্ভাগবশত আর্জেন্টিনাতে সে কঠিন সময় পাড় করছে। আমি আশা করি, পরের বিশ্বকাপে আমরা যা চাই সেটা তার সৌভাগ্য হবে। কিন্তু মেসি কোনদিনই ম্যারাডোনার পর্যায়ে পৌছতে পারবে না।’

এনরিকে এবং ম্যারাডোনা একই সাথে বিশ্বকাপ জিতেছিলেন আর্জেন্টিনার হয়ে। সেটাই আর্জেন্টিনার সর্বশেষ বিশ্বকাপ জয়। এক সময়ের সতীর্থ ম্যারাডোনাকে নিয়ে তিনি বলেন,

‘মেসি জাতীয় দলের হয়ে এমন কিছুই করেনি যা ম্যারাডোনা করেছে। আমি মেসিকে ভালোবাসি। তার খেলার এক শতাংশও যদি আমার ছেলে খেলতে পারে তাহলেও আমি খুশি। কিন্তু ম্যারাডোনা অনন্য।’

‘মেসি কখনোই ম্যারাডোনার পর্যায়ে পৌছতে পারবেনা। সে যদি টানা তিনটি বিশ্বকাপ জিতে কিংবা মিডফিল্ড থেকে বাইসাইকে কিকে গোল করে তবুও না।’