মোদিকে এবার একহাত নিলেন বলিউড নায়িকা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এবার একহাত নিলেন বলিউড নায়িকা। নায়িকা থেকে রাজনীতিক বনে যাওয়া ঊর্মিলা মার্তণ্ডকর বলেন, কোনো বায়োপিক নয়, কমেডি সিনেমার যোগ্য মোদি। খবর টাইমস অব ইন্ডিয়া।

মোদির জীবনীভিত্তিক সিনেমা ‘পিএম নরেন্দ্র মোদি’ নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি একথা বলেন।

বৃহস্পতিবার এক নির্বাচনী প্রচারণায় গিয়ে ঊর্মিলা বলেন, দেশের গণতন্ত্র, দারিদ্র্য ও বৈচিত্র্যকে বিকৃত কৌতুকের পর্যায়ে নিয়ে গেছে এই মোদি বায়োপিক।

তিনি বলেন, বায়োপিক নয়, তার ব্যর্থতার ওপর ভিত্তি করে একটি কমেডি সিনেমা নির্মাণ করা উচিত। ১১ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল বিবেক ওবেরয় অভিনীত মোদির বায়োপিক। কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশে আটকে যায় মুক্তি।

মোদির সমালোচনা করে এই অভিনেত্রী বলেন, ৫৬ ইঞ্চি ছাতি নিয়েও প্রধানমন্ত্রী একটি প্রতিশ্রুতিও পূরণ করতে পারেননি, সেখানে তার জীবনের ওপর ভিত্তি করে ছবি বানানো রসিকতা ছাড়া আর কিছুই নয়।

ঊর্মিলা মার্তণ্ডকর এবার উত্তর মুম্বাই থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে লোকসভা নির্বাচনে লড়ছেন।