ম্যাক্সওয়েলের ব্যাটিং তাণ্ডবে পাকিস্তানের সামনে কঠিন লক্ষ্য

অস্ট্রেলিয়া-পাকিস্তান মধ্যকার পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম চার ম্যাচেই হেরেছে পাকিস্তান। আজ রবিবার ৩১ মার্চ সিরিজের শেষ ওয়ানডেতে মাঠে নেমেছে দুই দল। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক ইমাদ ওয়াসিম।

জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩২৭ রান করে অস্ট্রেলিয়া। জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ৩২৮ রানের।

অজিদের হয়ে খাজা ৯৮, ফিঞ্চ ৫৩, মার্শ ৬১ রান করেন। অন্যদিকে ম্যাক্সওয়েল ৩৩ বলে ১০ চার ও ৩ ছয়ে ৭০ রান করেন। বাকি কেউ দুই অংক স্পর্শ করতে পারেননি। পাকিস্তানের হয়ে উসমান শেনওয়ারি ৪টি ও জুনায়েদ খান ৩টি উইকেট শিকার করেন।

অস্ট্রেলিয়া একাদশঃ অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), উসমান খাজা, শন মার্শ, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনিস, আলেক্স ক্যারি, নাথান লায়ন, অ্যাডাম জাম্পা, কেইন রিচার্ডসন, জেসন বেহরেনডোর্ফ।

পাকিস্তান একাদশঃ শান মাসুদ, আবিদ আলি, হ্যারিস সোহেল, মোহাম্মদ রিজওয়ান, সাদ আলি, উমর আকমল, ইমাদ ওয়াসিম (অধিনায়ক), জুনায়েদ খান, উসমান শেনওয়ারি, মোহাম্মদ আব্বাস, ইয়াসির শাহ।