রাজধানীতে চলন্ত গাড়িতে আগুন

আজ ৩ এপ্রিল বুধবার দুপুরের দিকে রাজধানীর নিকুঞ্জ এলাকায় চলন্ত অবস্থায় একটি প্রাইভেটকারে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এদিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম বলেন, ‘দুপুরে বারিধারা থেকে উত্তরা যাওয়ার সময় ঢাকা মেট্রো-গ-২৫-১৫৩৮ সিরিয়ালের গাড়িটির সামনে হঠাৎ আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের কুর্মিটোলা অফিস থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।’

এ সময় তিনি আরও বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, ইঞ্জিনে ওভারহিটের কারণে গাড়িটিতে আগুন ধরে। আগুন লাগার পরপরই গাড়ি থেকে যাত্রীরা নেমে যান। কেউ হতাহত হয়নি।’