রাজধানীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত ২

আজ সকালে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন বিজি প্রেস এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত হয়েছে। আজ ৫ এপ্রিল শুক্রবার ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে। র‌্যাবের মিডিয়া সেন্টার থেকে পাঠানো এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানানো হয়।

এদিকে গুলিবিদ্ধ অবস্থায় দুই ডাকাতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক পৌনে ৬টায় দুজনকেই মৃত ঘোষণা করেন। নিহত দুই ডাকাতরা হলেন- নাইম (৩৫) ও জামাল (৩৮)।

এ ব্যাপারে র‌্যাব সূত্র জানায়, তাদের তল্লাশি চৌকির কার্যক্রম চলার সময় একদল অস্ত্রধারী ডাকাতের সঙ্গে গুলি বিনিময় হয়। এতে আন্তঃজেলা গাড়িচোরাই চক্র ও ডাকাত দলের দুই সদস্য নিহত হয়। এ সময় চোরাই গাড়ি, বিদেশি পিস্তল, রামদা, চাপাতিসহ বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই আব্দুল বারী গণমাধ্যমকে জানান, নিহত দু’জনের লাশ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।