রাতারাতি তো আমরা গেইল-রাসেলের মত খেলোয়াড় তৈরি করতে পারব না : মুশফিক

আগামী ৩০ মে ইংল্যান্ডে পর্দা উঠতে যাচ্ছে এবারের ওয়ানডে বিশ্বকাপের। আসন্ন এই বিশ্বকাপে অংশ নিচ্ছে ১০টি দল। প্রত্যেক দলই একে অপরের মুখোমুখি হবে। সে ধারাবাহিকতায় বাংলাদেশ ৯টি ম্যাচ খেলবে।

বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করতে চাইলে ৯ ম্যাচের মধ্যে কমপক্ষে ৫টি ম্যাচ জিততে হবে বাংলাদেশের। বিশ্বকাপের জন্য এরই মধ্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ। এদিকে আসন্ন বিশ্বকাপে বেশ ভালো সুবিধা পাবে ব্যাটসম্যানরা। কিন্তু বাংলাদেশ দলে মারকুটে ব্যাটসম্যানের সংখ্যা কম।

তবে এরপরেও নিজেদের সাধ্য অনুযায়ী ভালো করার কথায় বললেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘রাতারাতি তো আমরা ক্রিস গেইল, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেলের মত খেলোয়াড় তৈরি করতে পারব না। কিন্তু উইন্ডিজ দুবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে তাদের মাটিতেও গিয়ে আমরা হারিয়ে এসেছি। আমরা মাথা খাটিয়ে খেলতে পারলে অন্যান্য দলের চেয়েও ভালো একটি দল।’

তিনি আরো বলেন, ‘পাওয়ার হিটিং না থাকলেও… ছক্কা বেশি না হোক, চার তো অন্য দলের চেয়ে বেশি হতে পারে। আপনি যদি ১০-১৫ রান ফিল্ডিংয়ে আটকাতে পারি আর ব্যাট হাতে ১০-১৫ রান বেশি নিতে পারি তাহলে ৩০ রান (ব্যবধান) হয়ে যাচ্ছে।’