রুবেল আগে বাংলাদেশের, পরে ক্লাবের

চলতি বছরের মে মাসে ইংল্যান্ডে পর্দা উঠতে যাচ্ছে এবারের ওয়ানডে বিশ্বকাপের। আর বিশ্বকাপের আগে ইনজুরিতে ভুগছেন বাংলাদেশ দলের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। তাদের একজন হলেন পেসার রবেল হোসেন। ইনজুরির কারণে চলতি ডিপিএলেও সব ম্যাচ খেলা হয়নি রুবেলের।

তবে রুবেলকে নিয়ে কোনোপ্রকার ঝুঁকি নিতে চান না আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন। রুবেল ফিট হলে ও ফিজিও থেকে রুবেলের খেলার ব্যাপারে সিদ্ধান্ত আসলেই রুবেল মাঠে নামবে বলেই জানিয়েছেন সুজন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সবাই মোটামুটি ফিট শুধু রুবেল বাদে। রুবেল এখনো বোলিং করে নি। আমরাও রুবেলকে কোনো রকম জোর দিচ্ছি না। এত বছর যখন খেলছে, সে নিজের প্রতি সৎ। ও যখনই রেডি হবে তখন খেলবে।’

তিনি আরো বলেন, ‘সামনে বিশ্বকাপ আছে, সেটাও আমাদের জন্য চিন্তার বিষয়। বাংলাদেশ বিশ্বকাপে খেলবে, এটা ক্লাব ক্রিকেট না, এটা দেশের ব্যাপার। গুরুত্ব বাংলাদেশের দিকেই যাবে। এখন যতটুক পারি বিশ্রাম দিয়ে যদি সে বল করে ফিট মনে করে, ফিজিও যদি সবুজ সংকেত দেয় তাহলে সে খেলবে। তা না হলে পরের ম্যাচে খেলতে পারবে কিনা আমার সন্দেহ আছে।’