রোনালদো-মেসির মধ্যে ফ্রিকিক গোলে কে এগিয়ে

গতরাতে স্পানিশ লা লিগায় ভিলারিয়ালের বিপক্ষে একটি গোল করেছেন লিওনেল মেসি। মেসির সেই গোলটি ছিল ফ্রিকিকে। এটি ছিল মেসির শেষ তিন ম্যাচে টানা তিনটি ফ্রিকিক গোল।

ভিলারিয়ালের বিপক্ষে মেসির ফ্রিকিক গোলটি ছিল এই মৌসুমে ৭ম ফ্রিকিক গোল। কিন্তু পুরো ক্যারিয়ারে মেসির গোল কতটি?

ক্যারিয়ারে মেসির ফ্রিকিক গোল ৪৭টি। এই ৪৭ গোলের মধ্যে ৪১টি এসেছে বার্সালোনার জার্সিতে এবং বাকি ৬টি এসেছে আর্জেন্টিনার জার্সিতে।

মেসির প্রথম গোলটি আসে ২০০৮ সালে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে। মেসির ফ্রিকিকে গোল করার রেকর্ড অসাধারণ। তবে তার সবচেয়ে বড় প্রতিপক্ষ রোনালদো তার থেকেও আছে এগিয়ে।

জুভেন্টাস ফরোয়ার্ড ৫৩টি গোল করেছে ফ্রিকিক থেকে। ১৩টি ম্যানইউতে, ৩২টি রিয়ালে এবং ৮টি পর্তুগালের হয়ে। জুভেন্টাসের হয়ে এখনো ফ্রিকিকে গোল করতে পারেনি রোনালদো।