শিরোপা উৎসবের সময় বাড়ল পিএসজির

লিগ ওয়ানে শিরোপা জেতা পিএসজির একরকম নিশ্চিত। সেটা কেবল সময়ের অপেক্ষা। তবে সেই সময়টাই চলে আসতে পারত গতরাতেই। দুই নম্বরে থাকা লিল ড্র করেছিল রেমিসের সাথে। আর তাতেই সুযোগ ছিল পিএসজির শিরোপা উৎসব করা।

কিন্তু সেটা করতে পারেনি পিএসজি। স্ট্রাসবার্গের সাথে ২-২ গোলে ড্র করে শিরোপা উৎসবের অপেক্ষা বাড়াল তারা।

ম্যাচে ১৩ মিনিটের সময় এরিক ম্যাক্সিম চুপু মটিংয়ের গোলে এগিয়ে যায় পিএসজি। তবে ২৬ ও ৩৮ মিনিটে দ্য কস্তা ও অ্যান্থনি গুনকালভেসের গোলের ২-১ গোলে এগিয়ে যায় স্ট্রাসবার্গ। শেষে বদলি হিসেবে নামা থিলো খেরার ম্যাচের ৮২ মিনিটে গোল করলে হার এড়ায় পিএসজি।

এই ড্রয়ের ফলে ৩০ ম্যাচে ৮১ পয়েন্ট পিএসজির। ৩১ ম্যাচে লিলের সংগ্রহ ৬১ পয়েন্ট। ২০ পয়েন্ট পিছিয়ে আছে তারা। আজকের ম্যাচটি পিএসজি জিতলে ২২ পয়েন্টে পিছিয়ে যেত দলটি। ফলে শেষের আট ম্যাচ পিএসজি হারলে এবং লিল জিতলেও ১ পয়েন্ট পিছিয়ে থাকত লিল। সে হিসেবে শিরোপা নিশ্চিত হত পিএসজির। এখন একটু সময়ই কেবল বাড়ল।