শেখ হাসিনা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম দৃশ্যমান হবে শীতে

চলতি মাসে দৃশ্যমান কাজ শুরু হওয়ার কথা ছিল ‘শেখ হাসিনা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম’র, তবে এখন পিছিয়ে সেটা শীতে শুরু হবে বলে জানিয়ছেন বিসিবি সহ-সভাপতি মাহবুব আনাম। গত ৭ ফেব্রুয়ারি আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের উপস্থিতিতে স্টেডিয়ামের মডেল উদ্বোধন করে বিসিবি।

শনিবার (১৩ এপ্রিল) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রকল্প ইমপ্লিমেন্টের প্রথম সভা শেষ সাংবাদিকদের তিনি একথা জানান।

তিনি বলেন, ‘আমাদের প্রজেক্ট ইমপ্লিমেন্টের প্রথম সভা অনুষ্ঠিত হলো। কিভাবে আমরা প্রকল্পটি বাস্তবায়ন করতে পারি, সেই সব নিয়ে আলোচনা হয়েছে এখানে। মাননীয় প্রধানমন্ত্রী এই জমিটি প্রতীকী মূল্যে আমাদের দিয়েছেন। এই মাসের (এপ্রিল) মধ্যেই আমরা মাঠের দখল পাওয়া নিয়ে কাজ করব। দখল পেলেই কাজের গতি বেড়ে যাবে।’

বিসিবি পরিচালক বলেন, ‘স্টেডিয়ামের ফিজিক্যাল কাজ আগামী শীত মৌসুমের আগে করা হবে না। বিসিবি ইতিমধ্যে একটি কনসেপ্ট ড্রয়িং তৈরি করেছে। ওটাকে পরিপূর্ণ করা এবং এর মধ্যে আমাদের অন্য জিনিসগুলো যেমন- ড্রেসিং রুম থেকে শুরু করে প্রয়োজনীয় সব কিছুই আসতে হবে। আমরা আশা করছি কাজ শুরুর দুই বছরের মধ্যেই স্টেডিয়াম নির্মাণ শেষ হবে।’

বিশ্বের অন্যতম সেরা স্টেডিয়াম করার লক্ষ্যে প্রকল্পটি বাস্তবায়ন করতে বাইরে থেকে বিশেষজ্ঞ পরামর্শক নিয়োগ দেওয়ার কথা শুনিয়ে মাহবুব আনাম বলেন,‘আমাদের ইচ্ছা এই স্টেডিয়ামটা এমন একটা স্টেডিয়াম হবে, যেটা শুধু এই অঞ্চলেরই নয়, বিশ্বের অন্যতম সেরা স্টেডিয়াম হবে।’

অত্যাধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ ‘দ্য বোট- শেখ হাসিনা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম’এর সঙ্গে থাকছে ক্রিকেট একাডেমি থেকে শুরু করে ইনডোর, সুইমিং পুল ও জিমনেশিয়ামসহ আনুষাঙ্গিক সুযোগ-সুবিধা। পাঁচ তারকা হোটেল। আর স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা হবে অন্তত ৫০ হাজার।