শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলা, নিহতের সংখ্যা বেড়ে ১৫০

ইস্টার সানডের প্রার্থনায় শ্রীলঙ্কায় গির্জায় সিরিজ বোমা হামলার ঘটনা ঘটেছে। কলম্বো ও নেগোম্বোয় ইস্টার সানডের প্রার্থনার সময় তিনটি গির্জা ও বিলাসবহুল তিনটি হোটেলে সিরিজ বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৫০ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৩০০ জন।

এদিকে, নিহতদের মধ্যে কোন বাংলাদেশি আছেন কিনা সে সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে সময় সংবাদকে জানিয়েছেন শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার।

রবিবার (২১ এপ্রিল) সকালে ইস্টার সানডে-এর প্রার্থণা চলাকালে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

জানা গেছে, স্থানীয় সময় সকাল পৌনে ন’টার দিকে কলম্বোর সেন্ট আন্থোনি’স চার্চ, পশ্চিম উপকূলীয় শহর নেগোম্বোর সেন্ট সেবাস্তিয়ান চার্চ ও ব্যাটিকাকোলার জিওন চার্চে শক্তিশালী বোমার বিস্ফোরণ হয়। একই সময়ে কলম্বোর পর্যটকদের কাছে জনপ্রিয় তিনটি বিলাস বহুল হোটেল শাংরি-লা, সিনামন এবং কিংসবারিতে হোটেলেও বোমা হামলা চালানো হয়। হোটেলগুলোতে আহতদের মধ্যে অধিকাংশই বিদেশী পর্যটক বলে জানা গেছে।

পুলিশ জানায়, ‘রবিবার সকাল পৌনে নটার দিকে ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানী কলম্বো। ইস্টারের প্রার্থনার সময় তিনটি গির্জায় বিস্ফোরণ ঘটে। একই সঙ্গে তিনটি হোটেলেও পর পর বিস্ফোরণ ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ।’

এদিকে, ভয়াবহ হামলার ঘটনার পর শ্রীলংকার সরকার ইতিমধ্যে জরুরি বৈঠক ডেকেছে। দেশটির অর্থনৈতিক সংস্কারবিষয়ক মন্ত্রী হার্শা ডি সিলভা বলেন, কয়েক মিনিটের মধ্যে জরুরি বৈঠক ডাকা হয়েছে। জরুরি উদ্ধার তৎপরতা চলছে।