শ্রীলঙ্কা বিশ্বকাপ দলে নেই সেরা চার তারকা

বিশাল চমক। বিশাল বললেও বোধহয় কম বলা হবে। এমনই চমক দিয়ে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। আজ দুপুরে শ্রীলঙ্কার এই স্কোয়াড ঘোষণা করা হয়।

করুণারত্নেকে অধিনায়ক করে ঘোষিত এই দলে বেশ কিছু চমক। করুনারত্ন নিজেই একটি চমক। চার বছর ধরে জাতীয় দলে ওয়ানডে ম্যাচ না খেলা এই তারকা সরাসরি বিশ্বকাপ দলে চলে আসলেন অধিনায়ক হিসেবেই।

এছাড়াও এই দল থেকে বাদ পড়েছে হেভিওয়েট কয়েকজন তারকা। বাদ পড়েছেন দলটির অন্যতম নির্ভরযোগ্য তারকা দিনেশ চান্দিমাল। এছাড়াও বাদ পড়েছেন উপুল থারাঙ্গা, ধানুস গুনথালিকা, আকিলা ধনাঞ্জয়া, নিরোশান ডিকওয়েলা।

শ্রীলঙ্কার স্কোয়াড: দিমুথ করুনারত্নে, লাসিথ মালিঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, থিসারা পেরেরা, কুসাল পেরেরা, ধনাঞ্জয়া ডি সিলভা, কুশাল মেন্ডিস, ইসুরু উদানা, মিলিন্দা শ্রীবর্ধনে, অভিষেক ফার্নান্দো, জীবন মেন্ডিস, লাহিরু থিরিমানে, জেফরে ভ্যান্ডারসে, নুয়ান প্রদিপ, সুরাঙ্গা লাকমল।