সবার আগে বিশ্বকাপের জার্সি প্রকাশ করল অস্ট্রেলিয়া

ক্রিকেট বিশ্বকাপ এখন কড়া নাড়ছে দরজার কাছে। বিশ্বকাপকে সামনে রেখে এই মধ্যে সব দলগুলোর প্রস্তুতি সম্পন্ন। এই মধ্যে কয়েকটি দল তাদের প্রাথমিক স্কোয়াড় ঘোষণা করেছে। ক্রিকেটের সবচেয়ে মর্যাদার আসর ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের মাটিতে।

এদিকে এই মেগা টুর্নামেন্টের আগে বিশ্বকাপে নিজেদের জার্সি কেমন হবে তা প্রকাশ করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ২০১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার জার্সি প্রকাশ করেছে জার্সি প্রস্তুতকারক প্রতিষ্ঠান এএসআইসিএস। তারা তাদের নিজেদের টুইটারে গ্লেন ম্যাক্সওয়েলকে মডেল বানিয়ে সেই ছবি প্রকাশ করেছে।

আর ইচ্ছে করলেই সমর্থকরা তাঁদের ওয়েবসাইট থেকে অনলাইন অর্ডারের মাধ্যমে কিনতে পারবে যেকেউ (রেপ্লিকা)।

এবারের বিশ্বকাপ কিটেও প্রাধান্য পেয়েছে হলুদ রঙ। আর কলার, কাঁধ ও জার্সির পাশে পীতাভ সবুজ রঙের বর্ডার দেওয়া এবং ট্রাউজারের দুই পাশে পাতলা সবুজ রঙের স্ট্রাইপ দেয়া হয়েছে।

১ জুন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে অ্যারন ফিঞ্চের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ মিশন। এর আগে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। আর বাংলাদেশের বিপক্ষে অজিদের ম্যাচ ২০ জুন, ট্রেন্ট ব্রিজে।