সব আয়োজন করেও ছেলের বিয়ে দেখে যেতে পারলেন না টেলি সামাদ

ঢাকাই চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা টেলি সামাদ সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। গতকাল রবিবার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের নয়াগাঁওয়ে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবেরর পাশে চিরনিদ্রায় শায়িত হয়েছেন টেলি সামাদ।

এদিকে আর মাত্র দুইদিন পর ছেলের বিয়ে। সকল আয়োজনের ব্যবস্থা করা হয়েছিলো। কিন্তু ছেলের বিয়ে দেখে যাওয়া হল না টেলি সামাদের। এদিকে তার মৃত্যুতে বিয়ের উৎসবে এখন শোকের ছায়া।

এ ব্যাপারে টেলি সামাদের ছেলে দিগন্ত বলেন, ‘দুইদিন পর আমার বিয়ে। অথচ আমার বউকে দেখে যেতে পারলো না বাবা। শুধু আমার হবু স্ত্রীর ছবি দেখেছিলেন।’

এদিকে দিগন্তের বিয়ে পারিবারিকভাবে ঠিক হয়েছে। পাত্রী নাদিয়া সুলতানা এখনো পড়াশোনা করছেন। পুত্রবধুর ছবি দেখে বেশ খুশি হয়েছিলেন সদ্য প্রয়াত এই অভিনেতা।

এদিকে জানা যায়, আগামী ১০ এপ্রিল হবে গায়ে হলুদ এবং ১২ এপ্রিল বিয়ের দিন ধার্য করা হয়েছে। গায়ে হলুদ এবং বিয়ে অনুষ্ঠিত হবে ফার্মগেট তেজতুরি রোডের একটি কনভেনশন সেন্টারে। আগামী ১৩ এপ্রিল বৌভাত গুলশানের এবাকাস কনভেনশন হলে অনুষ্ঠিত হবে।