সাংবাদিকদের ধুয়ে দিলেন সাকিবপত্নী শিশির

আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে গতকাল (২৯ এপ্রিল) সোমবার আনুষ্ঠানিকভাবেই বাংলাদেশ দলের বিশ্বকাপ জার্সি উন্মোচন করা হয়েছে। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার হাতে জার্সি তুলে দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।

বিশ্বকাপ দলের সব খেলোয়াড়রা অফিসিয়াল ফটোসেশনে অংশ নিলেও ছিলেন না বাংলাদেশ দলের সহ-অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বকাপের অফিসিয়াল ফটোসেশনে সাকিব না থাকায় অনেক সমালোচিত হতে হয়েছে তাকে। তবে এবার সাংবাদিকদের ধুয়ে দিয়েছেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির।

সাকিবকে নিয়ে প্রায়ই নেতিবাচক খবর দেখা যায়। আজ মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমের এক স্ট্যাটাস দিয়ে সাংবাদিকদের এই আচরণের প্রতিবাদ করে শিশির লিখেন, ‘আমার সত্যিই সাংবাদিকদের এই ব্যাপারে কিছুই বলার নেই যে কেন তাদের সাকিব আল হাসানের ব্যাপারে এতো আপত্তিকর অবস্থান। আমি মনে করি, এটা আমাদের দোষ। আমরা কখনো তাদের দুপুর বা রাতের খাবারের জন্য দাওয়াত দিইনি কিংবা ঘণ্টার পর ঘণ্টা তাদের সাথে বসে আড্ডা দিইনি। তাদেরকে ভেতরের খবর বলিনি।’

তিনি আরো বলেন, ‘সাকিব এই পর্যায়ে আসতে অনেক পরিশ্রম করেছে ছোটবেলা থেকেই। বিকেএসপিতে পড়ার সময় সে শুধু ক্রিকেটেই মনোযোগ দিয়েছে, মানুষের সহানুভূতি নিয়ে সে খেলতে শিখিনি। আমার মনে হয়, এটাই তার শেখার দরকার ছিল। এইজন্যই হয়তো তার ইতিবাচক দিকটা কম চোখে পড়ে। সে লোক দেখানোর জন্য ভালো কাজ করে না।’