সাকিবের সঙ্গে ছবি পোস্ট করে সাইফউদ্দিনের আবেগঘন স্ট্যাটাস

আগামী ৩০ মে ইংল্যান্ডে পর্দা উঠতে যাচ্ছে এবারের ওয়ানডে বিশ্বকাপের। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে এরই মধ্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ। সেই দলে জায়গা পাওয়া একজন হলেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

ব্যাট-বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই বাংলাদেশের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন সাইফউদ্দিন। বিশ্বকাপ দলে জায়গা পেয়ে বেশ খুশি সাইফউদ্দিন। তবে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে খেলতে পারায় আরো বেশি খুশি সাইফউদ্দিন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজ থেকে সাকিবের সঙ্গে ছোটবেলার একটি ছবি পোস্ট করে সাইফউদ্দিন লিখেন, ‘মানুষ তার স্বপ্নের চেয়েও বড়। নিচের ছবি গুলো আমার বয়সভিত্তিক দলে খেলা কালীন সময়ে তোলা। তখন সাকিব ভাইয়ের সাথে কথা বলা কিংবা পাশে দাড়িয়ে একটা ছবি তোলার মধ্যে একটা বিশেষ ব্যাপার ছিল। ছবি তুলে বাসায় এসে ছবি গুলো দেখতাম আর ভাবতাম, যদি কখনো একসাথে খেলার সুযোগ পেতাম! সত্যি বলতে আমার মতো অন্য অনেকেই একই স্বপ্ন দেখতো। জানিনা কয়জন তাদের স্বপ্নের পেছনে হেঁটেছে। তবে আমি দৌড়িয়েছি স্বপ্নকে বাস্তবে রুপ দিতে। আমার এ যাত্রা সহজ ছিলোনা।’

তিনি আরো লিখেন, ‘এরই মধ্যে আমার স্বপ্ন পূরন হয়েছে আলহামদুলিল্লাহ। তবে দারুন বিষয় হলো আমি আমার আইডলদের সাথেই বিশ্বকাপ স্কোয়াড এ সুযোগ পেয়েছি, যা আমার স্বপ্নেও ছিলনা। আমি আজও শিহরিত হই প্রতিটি খেলায় যখন আমি মাঠে নামি। আমি আজও নতুন নতুন স্বপ্ন দেখি, প্রতিদিন নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করি।’