সানরাইজার্সের বেঞ্চ তারকারাও সুযোগ পেতে পারে যেকোন দলেই

৭৬টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন। এরমধ্যে ৭৪ ইনিংসে ব্যাটিং করেছেন। রান করেছে ২২৭২। সর্বোচ্চ স্কোর ১০৫। সেঞ্চুরি করেছেন ২টি এবং হাফসেঞ্চুরি করেছেন ১৪টি। এভারেজ ৩৩.৯১। এমন একটা খেলোয়াড় আপনার দলে থাকলে আপনি কি করবেন? তাকে কি বেঞ্চে বসিয়ে রাখবেন?

আপনি বসিয়ে না রাখলেও এমন তারকা মার্টিন গাপটিলেরই কিন্তু জায়গা হচ্ছেনা সানরাইজার্স হায়দ্রাবাদের একাদশে নামার জন্য। কারণ ওপেনিং পজিশনে ওয়ার্নার এবং বেয়ারস্টো একেবারেই পাকাপোক্ত করে ফেলেছেন। যার কারণে গাপটিলের নামও আসছেনা একাদশে।

ভারতীয় ব্যাটসম্যান ঋদ্ধিমান শাহা। ভারত জাতীয় দলেও খেলেছেন তিনি। তবে খুব একটা সুবিধা করতে পারেননি। কিন্তু আইপিএলে বেশ অভিজ্ঞ তারকাই বলতে হবে। ১১৫টি ম্যাচের মধ্যে ৯০টিতে খেলেছেন তিনি। সেঞ্চুরি একটি করেছেন বটে, তবে রান সেভাবে আসেনি। কিন্তু দেশিয় কোটার কারণে দলে সুযোগ পেতে পারতেন। তিনিও বসে আছেন বেঞ্চে।

মোহাম্মদ নবি তিনটি ম্যাচ খেলেছেন। এরপর বাদ পড়েছেন আজকের ম্যাচে। আজকে আরও বাদ পড়েছেন ইউসুফ পাঠান। সাকিব আল হাসান তো এক ম্যাচ খেলেই বাদ পড়েছিলেন। এছাড়াও মানিশ পান্ডে বাদ পড়েছেন। সাথে বাদের তালিকায় আছেন বিলি স্টানলেক।