সেই কাওসারের পরিবারকে ৯ লাখ টাকা দিল ঢাবির শিক্ষার্থীরা

কিছুদিন আগে চকবাজারে আগুনে পুড়ে মারা যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সেই ছাত্র কাওসার আহমেদের জমজ শিশুর জন্য সংগৃহীত ৯ লাখ টাকা তার স্বজনদের হাতে তুলে দেয়া হয়েছে।

এরমধ্যে ১ লাখ টাকা নগদ এবং ৮লাখ এফডিআর। কাওসারের দুই জমজ সন্তান ও পরিবারকে সহযোগিতা করার জন্য ‘ফান্ড ফর টুইনস’ নামক ফেসবুক গ্রুপ ‘ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার’ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন, বিভাগ এবং ব্যক্তিগত তহবিল সংগ্রহ করে।

তহবিলগুলো ‘ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার’র মাধ্যমে একত্রিত করে নিহত কাওসারের সন্তানদের নামে ব্যাংকে ফিক্স ডিপোজিট করার সিদ্ধান্ত নেয়।

আজ ৭ এপ্রিল রবিবার স্ত্রীর কাছে ফিক্সড ডিপোজিট ও টাকা হস্তান্তর করা হয়েছে। ব্যবসা শিক্ষা অনুষদের ডিন প্রফেসর শিবলী রুবাইয়াতুল ইসলাম ও ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান প্রফেসর মো. আলী আক্কাসের উপস্থিতিতে টাকা হস্তান্তর করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন ডাকসুর জিএস গোলাম রাব্বানী, এজিএস সাদ্দাম হোসেনসহ অন্যান্য নেতারা। উল্লেখ্য, এর আগে গত ২১ ফেব্রুয়ারি রাতে চকবাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কাওসার নিহত হওয়ার পরদিন থেকে অর্থ সংগ্রহ শুরু করে সংগঠনগুলো।