সেও বিরাট কোহলির মতো হতে পারে : ল্যাঙ্গার

পাকিস্তান-অস্ট্রেলিয়া মধ্যকার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম চার ম্যাচেই পাকিস্তানকে হারিয়েছে অস্ট্রেলিয়া। আজ সিরিজের শেষ ওয়ানডেতে মাঠে নেমেছে দুই দল। পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও চতুর্থ দুই ম্যাচেই ম্যাচজয়ী ইনিংস খেলেন অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েল।

তৃতীয় ম্যাচে ৫৫ বলে ৭১ রান করেন ম্যাক্সওয়েল। চতুর্থ ম্যাচে ৮২ বলে ৯৮ রান করেন তিনি। এদিকে অজি কোচ জাস্টিন ল্যাঙ্গার মনে করে বিরাট কোহলির মতো হতে পারেন ম্যাক্সওয়েল।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সে অনুশীলনে কঠোর পরিশ্রম করে এবং তারই ফল মাঠে পাচ্ছে। সে আমাদের দলের খুব গুরুত্বপূর্ণ একজন সদস্য। রান নেয়ার জন্য দ্রুত প্রান্ত বদল, ফিল্ডিংয়ে রান বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা কিংবা ব্যাট হাতে দ্রুত রান তোলা সবকিছুই খুব চাঞ্চল্যতার সাথে করে।’

তিনি আরো বলেন, ‘৯৯টি ওয়ানডে ম্যাচ শেষে ম্যাক্সওয়েলের ব্যাটিং গড় ৩২ বা ৩৩। তবে সেও বিরাট কোহলির মতো হতে পারে। তার সেই সামর্থ্য আছে। আমরা জানি, সে টি-টোয়েন্টির ক্রিকেটের একজন অসাধারণ ব্যাটসম্যান। এখন তার লক্ষ্য হবে ওয়ানডে ক্রিকেটেও নিজেকে প্রতিষ্ঠিত করা। এবং পরবর্তীতে টেস্ট ক্রিকেটের জন্য নিজেকে তৈরি করা। সেটা করতে পারলে দারুণ হবে তার ও দলের জন্য।’