সেঞ্চুরিতে সবার সেরা তারা

আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক ভারতের লিটল মাস্টার শচীনের। তিনি গুনে গুনে ১০০টি সেঞ্চুরি করেছেন তার ক্যারিয়ারে। সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে ১০০টি সেঞ্চুরি করেছেন তিনি।

তাকে ধরার জন্য ছুটে আসছেন তারই স্বদেশী ক্রিকেটার বিরাট কোহলি। শচীনের থেকেও বেশি গতিতে সেঞ্চুরি করেই যাচ্ছেন এই তারকা।

তবে কোহলি শচীনকে ধরতে পারেকিনা সেটা বলে দিবে সময়, তার আগে আমরা একনজর দেখে নেই আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরি করেছে কারা।

১. শচীন টেন্ডুলকার- ১০০টি।

২. রিকি পন্টিং- ৭১টি।

৩. কোহলি- ৬৬টি।

৪. কুমারা সাঙ্গাকারা- ৬৩টি।

৫. জ্যাক ক্যালিস- ৬২টি।

৬. হাশিম আমলা- ৫৫টি।

৭. মাহেলা জয়াবর্ধনে- ৫৪টি।

৮. ব্রায়ান লালা- ৫৩টি।

৯. রাহুল দ্রাবিড়- ৪৮টি।

১০. ডি ভিলিয়ার্স- ৪৭টি।