সে একাই ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারে : হাবিবুল বাশার

আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে গত মঙ্গলবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর সেই দলে চমক হিসেবে জায়গা পেয়েছেন পেসার আবু জায়েদ রাহি। যিনি কিনা এখন পর্যন্ত কোনো ওয়ানডে ম্যাচ খেলেননি।

দেশের জার্সিতে এখন পর্যন্ত ওয়ানডেতে অভিষেক হয়নি রাহির। অন্যদিকে চমক হিসেবে বলা যায় মোসাদ্দেক হোসেন সৈকতের নামও। এই দুইজনসহ বিশ্বকাপে প্রথমবারের মত খেলবেন সাত টাইগার ক্রিকেটার। তাদের একজন লিটন কুমার দাস।

যিনি কিনা একাই ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারে। এমনই বলেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। বাংলাদেশ দলের যারা ম্যাচ বদলে দিতে পারে তাদের একজন হলেন লিটন। এমনটিই বলেছেন বাশার।

তিনি বলেন, ‘সাকিব অভিজ্ঞ প্লেয়ার। চোটের জন্য শেষ সিরিজে (নিউজিল্যান্ড) ওকে আমরা পাইনি। ও ফিরলে দল শক্তিশালী হবে। তার সঙ্গে তামিম ইকবাল, মুশফিকুরের মতো সিনিয়ররা সব সময়ই পার্থক্য গড়ে দিতে পারে।’

তিনি আরো বলেন, ‘আর যদি নতুনদের কথা বলি, তা হলে সেটা লিটন দাস। যে দিনটা ওর হয় সে দিন অন্য রকম কিছু একটা হয়ে যায়। লিটন একাই ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারে। মুস্তাফিজুর রহমানও তো রয়েছেই।’