সৌম্যর আড়ালে জহুরুলের কীর্তি

আবাহনী এবং শেখ জামালের মধ্যকার আজকের ম্যাচের শুরুতেও হয়তো কেউ ভাবেনি কি হতে যাচ্ছে ম্যাচে। প্রথমে ব্যাটিংয়ে নেমে মাত্র ৮৫ রানেই পাঁচ উইকেট হারায় শেখ জামাল। সেখান থেকে লেজের ব্যাটিংয়ে ভর করে ৩১৭ রানের বিশাল সংগ্রহ দাড় করায় শেখ জামাল।

এত রান করার পর হয়তো শেখ জামাল ভেবেছিল জিততে যাচ্ছে তারা। কিন্তু আজকেই একাই খেলে দিলেন সৌম্য সরকার।

এমন ব্যাটিং ঝড় তুলেন, প্রতিপক্ষের বোলারদের রীতিমত উড়িয়ে দিয়ে ডাবল সেঞ্চুরি তুলে নেন এই তারকা। ১৪৯ বলে ডাবল সেঞ্চুরি পূর্ন করা সৌম্য অপরাজিত থাকেন ২০৮ রান করে।

এদিকে সৌম্যর এমন অতিমানবীয় ব্যাটিং পারফর্মেন্স আর রেকর্ডের তোপে আড়ালে পড়ে গেছেন আরেক ওপেনার জহুরুল ইসলাম। তিনিও করেছেন সেঞ্চুরি। সৌম্যকে যোগ্য সঙ্গ দিয়ে তিনিও তুলে নেন সেঞ্চুরি। তবে সৌম্যর মত ঝড়ো গতিতে না, তিনি সেঞ্চুরি পূর্ন করে ১২৮ বলে বরাবর ১০০ রান করে আউট হন।