সৌম্যর দুর্দান্ত সেঞ্চুরি নিয়ে মুখ খুললেন নান্নু

চলতি ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ধারাবাহিকভাবে রান খরার মধ্যে দিয়েই যাচ্ছিলেন সৌম্য সরকার। গত দশ ম্যাচে সৌম্যর ইনিংস গুলো হচ্ছে ০, ১৭, ২, ১, ১৪, ১০, ১২, ২৯, ৪৩, ৩৬। যেখানে তার সর্বোচ্চ রান ৪৩।

কিন্তু আজ লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে দুর্দান্ত এক ইনিংস খেলেছেন সৌম্য। ৭৯ বলে ১৫টি চার ও ২ ছয়ে ১০৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন সৌম্য। যেখানে তার স্ট্রাইক রেট ছিল ১৩৪.১৭।

এদিকে সৌম্যর রানে ফেরার রহস্য ফাঁস করেছেন বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সৌম্য সামনের পায়ে গিয়ে একটু ক্রস খেলতো। যে বলটা সোজা ব্যাটে মিড অফে খেলা যায়, সেটা সে টেনে অন সাইডে মারার চেষ্টা করতো। এবার এ কারণেই সে লিগে অনেকগুলো ম্যাচে আউট হয়েছে।’

তিনি আরো বলেন, ‘কোচ স্টিভ রোডস আর আমরা- সকাল থেকে অপেক্ষায় ছিলাম, আজ সৌম্য কোন টেকনিকে খেলে। শুধু রান করেছে বলে বলছি না, আজকে সে অনসাইডে ক্রস ব্যাটে খেলার চেষ্টা করেছে কম। বেশির ভাগ বল বোলারের ডান বা পাশ দিয়ে সোজা ব্যাটে টাচ করেছে। যে কারণে রান পেয়েছে বলে আমার বিশ্বাস।’