সৌম্য নয়, শিরোপা জয়ের পিছনে অন্য একজনকে কৃতিত্ব দিলেন মোসাদ্দেক

টানা দ্বিতীয়বারের মত ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শিরোপা ঘরে তুলেছে আবাহনী লিমিটেড। দুইবারেই দলকে নেতৃত্ব দিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। এছাড়াও দলে রয়েছেন বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার। তাদের একজন হলেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

তবে দলে থাকলেও তিনি অধিনায়কের দায়িত্ব পালন করেননি। একজন খেলোয়াড় হিসেবেই আবাহনীতে খেলেছেন মাশরাফি। তবে শিরোপা জয়ের কৃতিত্ব মাশরাফিকে দিয়েছেন মোসাদ্দেক। একই সঙ্গে মাশরাফি মাঠের মধ্যে কিভাবে ছায়া দিয়ে গেছেন সেটাও জানিয়েছেন মোসাদ্দেক।

তিনি বলেন, ‘আবাহনীর এই দলকে নেতৃত্ব দিতে পারা আমার জন্য বড় গর্বের। তবে এতজন জাতীয় দলের এবং সিনিয়র ক্রিকেটারকে নেতৃত্ব দিতে গিয়ে আমি তেমন নার্ভাস হইনি এবং ভড়কে যাইনি। কারণ হচ্ছে মাশরাফি ভাই, যিনি আমাকে ছায়া দিয়ে গেছেন। বলতে পারেন, আমার কাজের ফিফটি পার্সেন্টের বেশি কাজ মাশরাফি ভাই-ই করে দিয়েছেন।’

তিনি আরো বলেন, ‘জাতীয় দলের সাবেক ও বর্তমান মিলিয়ে প্রায় ১০-১১ জন জাতীয় ক্রিকেটার আর বিশ্বকাপ স্কোয়াডের ৭ সদস্যের সাজানো দলের অধিনায়ক আমি। এটা ছিল একটা বড় চাপ, বাড়তি দায়িত্ববোধ। আমি আপ্রাণ চেষ্টা করেছি। এবং আমার মনে হয়, এটা আমার ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন, বড় অভিজ্ঞতা; যেটা আমার নিজের খেলোয়াড়ি জীবনে অনেক সাহায্য করবে।’