সড়ক দুর্ঘটনায় আর্জেন্টিনার কোচ আহত

আজ ৯ এপ্রিল মঙ্গলবার সকালে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন আর্জেন্টিনার ফুটবল দলের কোচ লিওনেল স্কালোনি। প্রথমে ধারণা করা হয়েছিল হয়তো বড়সড় কোন সমস্যা হতে পারে। কিন্তু প্রাথমিক চিকিৎসার পর যথাযথ পরামর্শ দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে তাকে।

আজ মঙ্গলবার স্পেনের মায়োর্কাতে স্থানীয় সময় সকাল ১০টার দিকে নিজের বাইসাইকেলে করে ঘুরে বেড়াচ্ছিলেন তিনি। এ সময় অ্যাগোরা পোর্টালস ইন্টারন্যাশনাল স্কুলের কার পার্কিং এরিয়াতে আইল্যান্ডের মতো একটি জায়গায় স্কালোনির সাইকেলে অসাবধানতাবশত ধাক্কা দেয় একটি টয়োটা গাড়ি।

এ সময় অবস্থা খারাপ দেখে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু প্রাথমিক চিকিৎসার পর যথাযথ পরামর্শ দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে তাকে।

এ ব্যাপারে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক টুইট বার্তায় নিশ্চিত করা হয়েছে।

টুইট বার্তায় তারা লিখেছে, ‘আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি, আজ বাই সাইকেল চালানোর সময় দুর্ঘটনার সম্মুখীন হন। তবে এখন তিনি বাসার পথে রয়েছেন। হাসপাতাল থেকে যথাযথ পরামর্শ দিয়ে দেয়া হয়েছে।’