‘হিটলার থাকলেও লজ্জায় আত্মহত্যা করতেন’

এডলফ হিটলার। তাকে কে না চেনে। সারা বিশ্বকে নিজের ক্ষমতার অধিনে দেখতে চেয়েছিলেন তিনি। কিন্তু বর্তমানে মোদির কার্যক্রম যদি হিটলারও দেখত, তাহলে লজ্জায় আত্মহত্যা করত। এই বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ারের।

পশ্চিমবঙ্গের রায়গঞ্জের সভায় মোদিকে আক্রমন করে এমন কথাই বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, নরেন্দ্র মোদি নিজের প্রচার ছাড়া কিছু করেন না। নিজের নামে সিনেমা বানিয়েছেন। নিজের নামে দোকান বানিয়েছেন। এ ধরনের দুঃশাসনের মন্ত্রিসভা আগে কখনও হয়নি ভারতবর্ষে। ফ্যাসিবাদের সম্রাট, ফ্যাসিবাদী সম্রাট। হিটলার বেঁচে থাকলে আজ লজ্জায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতেন।

তবে এর পাল্টা জবাবও দিয়েছে বিজেপি। বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন, মুখ্যমন্ত্রী বুঝতেই পারছেন এখানে জিততে পারবেন না। তাই ভোটের আগে এমন সব কথা বলছেন যার কোনও মানে নেই।